Wellcome to National Portal
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ নভেম্বর ২০২৪

চেয়ারম্যান এর জীবনবৃত্তান্ত

মোহাম্মদ আবদুল মাননান

চেয়ারম্যান

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ

মোহাম্মদ আবদুল মাননান-এর জন্মস্থান পটুয়াখালীর বাউফলে ১৯৬১ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে উন্নয়ন পরিকল্পনায় পোস্টগ্রাজুয়েশন ডিপ্লোমা করছেন। ১৯৮৮ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), আরডিসি, এলএও পদে দিনাজপুর, মুন্সিগঞ্জ, শরিয়তপুর, কিশোরগঞ্জে কাজ করেছেন। সুনামগঞ্জ সদর উপজেলায় ইউএনও, টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসক এবং চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক ছিলেন।

উপসচিব ও যুগ্নসচিব পদে সমাজকল্যাণ, ভূমি মন্ত্রণালয়ে এবং পরিচালক পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রকৌশল শিক্ষা অধিদপ্তরে কাজ করেছেন। এছাড়া, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নির্মাণ প্রকল্পে প্রকল্প পরিচালক এবং ইউএনডিপি’তে National Consultant for e-office হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। অধিকন্তু, বিশ্বসাহিত্য কেন্দ্রে উপদেষ্টা হিসাবেও কাজ করেছেন। তিনি অতিরিক্ত সচিব পদে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে কাজ করেছেন। আইএমইডি’তে অতিরিক্ত সচিব (প্রশাসন)-এর দায়িত্ব ছাড়া তিনি শিল্প ও শক্তি সেক্টরে চিফের অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন এবং দায়িত্ব পালন করেছেন সিপিটিইউ’র ডিজি হিসাবেও। সিভিল সার্ভিসে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে তিন বছর সিনিয়র অফিসার/ শাখা ব্যাবস্থাপক হিসাবে কাজ করেছেন। নিয়মিত প্রশিক্ষণ ছাড়াও তিনি দেশে-বিদেশে একাধিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪৬টি (৩টি কাব্য, ২০টি ছোটগল্প, ২টি প্রবন্ধ এবং সম্পাদিত ২১টি)। এছাড়া, পত্র-পত্রিকা/সাময়িকীতে প্রকাশিত প্রবন্ধ-নিবন্ধের সংখ্যা কম-বেশি দু’শটি। ছয় মাসে সাহিত্য-পত্র অরণির উপদেষ্টা সম্পাদক ছিলেন।

তিনি ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইংল্যান্ড, তুরস্ক, বেলারুশ, জাপান, মিশর, ব্রাজিল, রশিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সরকারি কাজে এবং প্রশিক্ষণের জন্য ভ্রমন করেছেন। এছাড়া, সুইজারল্যান্ড, ইতালি, ফ্রান্স ও সৌদি আরব ভ্রমণ করেছেন।

তিনি একজন সঙ্গীতপ্রমি; পঞ্চকবির গান ছাড়াও ক্লাসিক্যাল মিউজিকের একনিষ্ঠ ভক্ত। রবীন্দ্রনাথের সবগুলো গান তাঁর সংগ্রহশালায় সংরক্ষিত আছে। এছাড়া, পঠনে প্রায় সর্বভুক।